জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের উদ্যোগে প্রতিষ্ঠিত সিঙ্গারবিল বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসেবে নামাকরণ করা হয়। সঠিক সম্মান দেওয়া হয়েছে মহারাজাকে। কিন্তু পূর্বতন সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে কোনঠাসা করে রেখেছিল।
মহারাজা বীর বিক্রমকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছিল তারা। বুধবার রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে রাজ্যে।মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বুধবার মেগা রক্তদান শিবিরের করা হয়।
রাজধানীর ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,প্রায় ৩৩ বছর পর নয়া জাতীয় শিক্ষা নীতি লাগু করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে।
ত্রিপুরা রাজ্যেও জাতীয় শিক্ষা নীতি লাগু করা হয়েছে। জাতীয় শিক্ষা নীতি সকলকে বুঝতে হবে। বর্তমানে ভারতবর্ষ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের উদ্যোগে প্রতিষ্ঠিত সিঙ্গারবিল বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসেবে নামাকরণ করা হয়। সঠিক সম্মান দেওয়া হয়েছে মহারাজাকে। রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।