Site icon janatar kalam

২০২৯ সালের মধ্যে ৩ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্য স্থির করল কেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সরকার ২০২৯ সালের মধ্যে ৩ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা উৎপাদন ও ৫০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আজ দিল্লিতে ‘ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে সুযোগসমূহ’ শীর্ষক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা উৎপাদন ২০১৪ সালে যেখানে ৪৬ হাজার কোটি টাকায় সীমাবদ্ধ ছিল, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি-তে পৌঁছেছে। প্রতিরক্ষা রপ্তানিও নতুন রেকর্ড গড়েছে, যা বর্তমানে ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

রাজনাথ সিং বলেন, “দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা এখন আর কেবল নীতি ঘোষণায় সীমাবদ্ধ নেই; এটি এখন কার্যকর পদক্ষেপ, বাস্তব প্রভাব ও সর্বস্তরে স্বীকৃতির পর্যায়ে পৌঁছেছে।”

তিনি উল্লেখ করেন, গত দশ বছরে আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় দেশীয় ডিজাইন, উন্নয়ন ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদনকে উৎসাহিত করতে একাধিক নীতি উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আধুনিক যুদ্ধের প্রকৃতি দ্রুত বদলাচ্ছে এবং তা ক্রমশ প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এই বাস্তবতা মাথায় রেখে সমালোচনামূলক প্রতিরক্ষা সক্ষমতায় উচ্চমাত্রার আত্মনির্ভরতা অর্জনের উপর জোর দিচ্ছে সরকার।

রাজনাথ সিং জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে এবং সেই লক্ষ্য পূরণে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Exit mobile version