Site icon janatar kalam

১৯৭১সালের ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনার আত্মসমর্পণের স্বাক্ষরের ছবি সরিয়ে দেওয়ার প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৭১ সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ্‌ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩,০০০ সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

সেই দিন থেকে ভারতে প্রতি বছর ১৬ ডিসেম্বর তারিখটি সেই থেকে “বিজয় দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। সেই সোনালী মুহূর্তের একটি ফ্রেমবন্দি ছবি ভারতের সেনাবাহিনীর হেড কোয়ার্টারে রয়েছে কিন্তু সেই ছবিকে সড়িয়ে দেওয়ার মত পরিকল্পনার আভাস পেয়ে সেই পরিকল্পনার প্রতিবাদে মাঠে নাম প্রদেশ যুব কংগ্রেস।

তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রদেশ যুব কংগ্রেস। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন যে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ঐ দিন যে ইতিহাস লিখেছিলো সেই ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে বর্তমান শাসক বিজেপি সরকার।

তাই সেই ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে এবং পুনরায় সেই ছবিটিকে সেনাবাহিনীর হেড কোয়ার্টারের সেই জায়গায় লাগানোর দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

 

 

 

Exit mobile version