জনতার কলম ওয়েবডেস্ক :- ৫ জুলাই শুক্রবার ব্রিটেনে ক্ষমতার পালাবদল হয়। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ১৪ বছর পর লেবার পার্টির কাছে হেরেছে। কয়েক ঘণ্টা পরেই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। লেবার পার্টির ৬১ বছর বয়সী কেয়ার স্টারমার দেশের ৫৮তম প্রধানমন্ত্রী হয়েছেন।
পরাজয় মেনে নিয়ে দলের কাছে ক্ষমা চেয়েছেন সুনক। তিনি স্টারমারকেও ফোন করে জয়ের জন্য অভিনন্দন জানান। সাধারণ নির্বাচনে বাম্পার জয় পেয়েছে লেবার পার্টি। দলটি মোট ৬৫০টি আসনের মধ্যে ৪১২টি আসন পেয়েছে।
সরকার গঠনের জন্য ৩২৬টি আসন প্রয়োজন। অন্যদিকে, কনজারভেটিভরা ১২০ টি আসনে হ্রাস পেয়েছে। গত ২০০ বছরের মধ্যে এটি কনজারভেটিভ পার্টির সবচেয়ে বড় পরাজয়।