জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটি সুপরিকল্পিত অভিযানে, আসাম রাইফেলস সোমবার রাতে (২০জানুয়ারি)পশ্চিম ত্রিপুরা জেলার শালবাগানে মাদকের চালান আটক করে। এই অভিযানের ফলে ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১২ কোটি টাকা।
পাশাপাশি চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, নাম কানাই দাস (বয়স: ৩৬), বাবা সুকুমার দাস, গ্রাম বামুটিয়া, পশ্চিম ত্রিপুরা এবং কিষাণ কুমার সরকার (বয়স: ৩২), বাবা শচী কুমার সরকার, গ্রাম রাঙ্গুটিয়া, পশ্চিম ত্রিপুরা।
উদ্ধারকৃত মাদক এবং আটক ব্যক্তিদের আরও তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযান চোরাচালান দমন এবং মাদক পাচারের হুমকি থেকে অঞ্চলটিকে রক্ষা করার ক্ষেত্রে আসাম রাইফেলসের অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।