জনতার কলম ওয়েবডেস্ক :- রাম মন্দিরে শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করলেন আজ মোদী। এই অনুষ্ঠানের জন্য ১১ দিন ধরে উপোস করছিলেন তিনি। সঙ্গে পালন করছিলেন ব্রহ্মচর্য রীতি। অবশেষে সমস্ত আচার শেষ হওয়ার পর সেই উপোস ভাঙলেন মোদী। মন্দিরের এক পুরোহিত মাহেন্দ্রক্ষণ শেষ হবার পর মোদীকে জল পান করালেন নিজের হাতে। সেটা পান করেই উপোস ভাঙলেন মোদী।