Site icon janatar kalam

১১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হলো AIKKMS

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজ্যেও সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে AIKKMS. রাজ্যে মূল কর্মসূচিটি পালিত হয় রাজধানীর বটতলা এলাকায়। সভায় দাবিগুলির সমর্থনে সংগঠনের নেতৃত্বরা বক্তব্য বক্তব্য রাখার পাশাপাশি সারা দেশের ন্যায় ত্রিপুরাতেও এই ১১-দফা দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলতে কৃষক ও ক্ষেতমজুরদের প্রতি আহ্বান জানান।

এছাড়া এদিন বিক্ষোভ স্থল থেকে সংগঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান, দিল্লীর ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে বাধ্য হয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার তিনটি কালা কৃষি আইন প্রত্যাহার করেছে, কিন্তু কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানে আইন প্রণয়ন সহ অন্যান্য দাবিগুলি পূরণের প্রতিশ্রুতি দিলেও কোনটাই পূরণ করেনি।

বরং নূতন করে ‘নিউ ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং’ প্রবর্তনের মাধ্যমে তিন কালা আইন আবার চালু করতে চাইছে। এমতাবস্থায় কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষক স্বার্থ বিরোধী এবং কর্পোরেট স্বার্থবাহী এইসব নীতিগুলির বিরুদ্ধে এ আই কে কে এম এস দেশব্যাপী আন্দোলন গড়ে তুলছে। তারই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারী দেশের সমস্ত রাজ্যের রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে ১১-দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী আয়োজন বলে।

এছাড়া এদিন তিনি উত্থাপিত ১১ দফা দাবী সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন :-

১) ন্যূনতম সহায়ক মূল্য প্রদানে আইন প্রণয়ন করতে হবে

২) কৃষিক্ষেত্রে বহুজাতিক কোম্পানির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

৩) বিদ্যুৎ বিল ২০২৩ এবং প্রিপেইড স্মার্ট মিটার বসানো বাতিল করতে হবে।

৪) ক্ষেতমজুরদের সারা বছরের কাজ ও উপযুক্ত মজুরি দিতে হবে।

৫) ৬০ বছর উর্দ্ধ কৃষক ও ক্ষেতমজুরদের মাসে ১০ হাজার টাকা পেনশন দিতে হবে

৬) ‘নিউ ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং’ বিল ২০২৫ বাতিল করতে হবে।

৭) সমস্ত কৃষকের কৃষি ঋণ মকুব করতে হবে ইত্যাদি।

Exit mobile version