জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজীবনের ১০ দফা দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে পশ্চিম জেলায়ও জেলা শাসকের কাছে ডেপুটেশন সিপিআইএম-র। শনিবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির তরফে ৫ জনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন জেলা শাসকের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, সিপিএম নেতৃত্ব শুভাশিস গাঙ্গুলি, প্রণব দেববর্মা, সুভাষ দে, নারায়ণ দেব।
তারা জেলা শাসকের হাতে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলের নেতৃত্বের অভিযোগ চার-পাঁচ মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় রেগার কাজ মিলছে না জব কার্ড হোল্ডারদের। ফলে চরম দারিদ্র্যতা বিরাজ করছে। মিলছে শহর এলাকায় গরীব মানুষের টুয়েপের কাজ। সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদকের অভিযোগ পানীয় জলের সংকট জেলার বিভিন্ন জায়গায়। বিশুদ্ধ পানীয় জল তো দূর অস্ত। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল মানুষ। ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ।
কাজ নেই বেকারদের। গরীব মানুষের মিলছে না বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজও। তাঁর অভিযোগ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখনও মিলেনি আর্থিক সাহায্য। বিভিন্ন জায়গায় ভেঙে আছে রাস্তাঘাট। নেই সংস্কার। রাজ্যে গরমে তাপমাত্রা পারদ চড়লেও সরকারের পারদ হিমাঙ্কের নিচে বলে অভিযোগ। এই অবস্থায় মানুষের সমস্যা নিরসনের দাবি জানান তারা জেলা শাসকের কাছে।