Site icon janatar kalam

১০ দফা দাবিতে আন্দোলনে নামলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা দূর, হাসপাতাল গুলিতে চিকিৎসক- নার্সের সংকট মোচন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, ছাত্র সংখ্যা কম অজুহাতে বিদ্যালয় বন্ধ না করা, কর্মচারী স্বার্থ বিরোধী পিএফআরডিএ প্রত্যাহার করে আগের ডিফাইন্ড পেনশন বেনিফিট পদ্ধতি চালু, গ্র্যান্ট ইন এইড ভুক্ত বিদ্যালয় গুলিতে শিক্ষার স্বার্থে নতুন বদলি নীতি বাতিল, গ্র্যান্ট ইন এইড রুলস-২০০৫ এর ত্রুটিপূর্ণ বিতর্কিত সংশোধনী ২০২২ বাতিল, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার গাইড লাইন প্রকাশ।

এসব সহ ১০ দফা দাবিতে আন্দোলনে নামলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড। শনিবার আগরতলায় হয় সংগঠনের তরফে মিছিল-সভা। এদিন বিকেলে আগরতলা মেলারমাঠ থেকে বের হয় বাম শিক্ষক- কর্মচারীদের মিছিল। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী নেতৃত্ব রণজিৎ রুদ্রপাল, স্বপন বল সহ অন্যরা। মিছিলে শিক্ষক- কর্মচারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Exit mobile version