Site icon janatar kalam

১০৪তম মন কি বাত অনুষ্ঠানে চন্দ্রযান – ৩ এর সাফল্যের গুনগান প্রধানমন্ত্রীর মুখে

জনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের ১০৪তম পর্ব। এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিশন চন্দ্রযান নতুন ভারতের চেতনার প্রতীক’ বলে জানান প্রধানমন্ত্রী মোদী। তাছাড়া এই সময় প্রধানমন্ত্রী মোদী মিশন চন্দ্রযান-৩, জি-২০-এর সাফল্য নিয়ে কথা বলেছেন। এদিন অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ‘চন্দ্রযানের সাফল্য বিশাল। তা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। চন্দ্রযানের সাফল্য দেখিয়েছে যে সাফল্যের কিছু সূর্য চাঁদেও ওঠে। চন্দ্রযান হয়ে উঠেছে নতুন ভারতের চেতনার প্রতীক’। তার পাশাপাশি এই মিশন নারী শক্তির একটি জীবন্ত উদাহরণ বলেও জানান তিনি। কেননা অনেক মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার এই মিশনে সরাসরি যুক্ত ছিলেন। তাই দেশের মেয়েরা যখন এত ‘উচ্চাভিলাষী’ তখন সেই দেশের উন্নতি কেউ আটকাতে পারবে না’ বলেও নিজ বক্তব্যে জানান তিনি। তাছাড়া ‘সেপ্টেম্বর মাস ভারত এক অপার সম্ভাবনার সাক্ষী হতে চলেছে। কেননা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া G-20 নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। G-20 সম্মেলনের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অংশগ্রহণ। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, তাঁর সভাপতিত্বের সময় ভারত G-20 কে আরও অন্তর্ভুক্তিমূলক ফোরামে পরিণত করেছে। ভারতের আমন্ত্রণে আফ্রিকান ইউনিয়নও G-20-এ যোগ দিয়েছিল এবং আফ্রিকার মানুষের কণ্ঠ বিশ্বের এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পৌঁছেছিল।

Exit mobile version