জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা কংগ্রেস ভবন পেল না রাহুলের পদধূলি । পদধূলি পেতে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ নেতৃত্বরা ছুটে গেল এমবিবি বিমানবন্দরে । যেন কার আগে কে বলি দেবে প্রাণ । রাহুলকে সংবর্ধনা জানাতে রীতিমতো হুলস্থুল । কথা বলতে পিছু পিছু ছুটছে একদিকে গোপাল অন্যদিকে সুদীপ । আসিস রয়েছে বহু যোজন দুরে । পাশেই ছুটছে যুব কংগ্রেস সভাপতি রাখু দাস ও বাপ্টু চক্রবর্তীরা ।কার সাথে কথা বলবে রাহুল আর কি বা কথা বলবে ।যখনই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার কথা ছিল তখনই কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব সিপিআইএমের সঙ্গে হাত মিলিয়ে ত্রিপুরার জনসভায় রাহুল সোনিয়াও মনমোহন সিং আসার কথা দিয়েও সভায় আসেনি প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধী । সারাদেশের মিডিয়া খয়েরপুরের মাঠে এসে তৃষ্ণার্ত পাখির মত ঠাই দাঁড়িয়েছিল ।বিকেলের দিকে শুধু রাহুল গান্ধী এসে হাত নাড়িয়ে গেল ত্রিপুরা কংগ্রেসকে ।সে বছর কংগ্রেস কর্মী সমর্থকরা আশায় বুক বেঁধেছিল ক্ষমতায় ফিরছে কংগ্রেস । নির্বাচন অনুষ্ঠিত হলো ফলাফল ঘোষণার দিন সে আসার ঘুরেও বালি । সেটা ছিল ২০১৩ সাল , এরপর এক ঝাঁক নেতৃত্ব বিজেপিতে শামিল । ত্রিপুরায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি । আঠারো সালের নির্বাচনে ক্ষমতাসীন সিপিআইএমকে আল বিদা জানালো বিজেপি আইপিএফটি ।বিজেপি যখন এই রাজ্যে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত তখন রাজ্যের কংগ্রেস সিপিএম হয়ে গেল ভাই ভাই ।কংগ্রেস হয়ে গেল বিধায়ক শূন্য ।২০২৩ এর বিধানসভা নির্বাচন ভাই ভাই মিলি জুলি আবার কংগ্রেসের হল তিনজন বিধায়ক ।এরই মধ্যে বছর বছর সভাপতি পরিবর্তন ।