Site icon janatar kalam

হেরেও লিগ টেবিলে শীর্ষেই রইল গুজরাত টাইটান্স

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যাট হাতে বিক্রম দেখিয়েছিলেন মিচেল মার্শ-নিকোলাস পুরানরা।আর বল হাতে জ্বলে উঠলেন উইল ও’রুরকে-আবেশ খানরা। ফলশ্রুতিতে বৃহস্পতিবার (২২ মে) রাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের জয়রথ রুখে দিল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছিলেন ঋষভ পন্থরা। জবাবে ৯ উইকেট খুঁইয়ে ২০২ রানে থেমে গেলেন শুভমন গিলরা। তবে হারলেও লিগ টেবিলে শীর্ষেই রইল গুজরাত টাইটান্স।

এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক শুভমন গিল। প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়া লখনউয়ের দুই ওপেনার আইডেন মার্করাম ও মিচেল মার্শ শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। লখনউয়ের ওপেনিং জুটি ভাঙতে কালঘাম ছুটে যায় মোহাম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণাদের। শেষ পর্যন্ত দশম ওভারে সাই কিশোর সফল হন। মার্করামকে (২৪ বলে ৩৬) ফিরিয়ে ৯১ রানের জুটি ভাঙেন।

তবে তাতে সমস্যায় পড়তে হয়নি লখনউকে। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মার্শ ও নিকোলাস পুরান। দুজনেই মাঠে ঝড় তোলেন। ৫৬ বলেই আইপিএলে প্রথম শতরান পেয়ে যান মার্শ। তাঁর সঙ্গে তাল মিলিয়ে তাণ্ডব চালান পুরান-ও। তিনি মাত্র ২৩ রানেই অর্ধশতরান পেয়ে যান। শেষ পর্যন্ত আরশাদ খান ১২১ রানের জুটি ভাঙেন। ৬৪ বলে ১১৭ করে সাজঘরে ফেরেন মার্শ। এর পর তৃতীয় উইকেটে পুরান ও লখনউ অধিনায়ক ঋষভ পন্থ ১০ বলে ২৩ রান যোগগ করেন। পুরান ২৭ বলে ৫৬ এবং ঋষভ ৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করার গুরুদায়িত্ব বর্তেছিল চলতি আইপিএলে সবচেয়ে সফল ওপেনিং জুটি হিসাবে পরিচিত সাই সুদর্শন ও শুভমন গিলের কাঁধে। কিন্তু এদিন দুজনে বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ। রানের পাহাড় তাড়া করতে নেমে পঞ্চম ওভারেই ফিরে যান কমলা টুপির মালিক সাই সুদর্শন (২১)। এর পরে দ্বিতীয় উইকেটে শুভমন গিল ও জস বাটলার খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। কিন্তু অষ্টম ওভারে ফিরে যান শুভমন (২০ বলে ৩৫)। খানিক বাদে ফেরেন জস বাটলারও (৩৩)। দলের তিন প্রধান ব্যাটার ১০০ রানের মধ্যে সাজঘরের পথ ধরায় খানিকটা ব্যাকফুটে চলে যায় গুজরাত।

 

চতুর্থ উইকেটে শেরফানে রাদারফোর্ড ও শাহরুখ খান দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান। ৪০ বলে ৮৬ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের অনুকুলে নিয়ে এসেছিলেন দুজনে। ১৭তম ওভারে উইল রু’রকে বল করতে এসে রাদারফোর্ডকে (৩৮) ফিরিয়ে জুটি ভাঙেন। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাতের ব্যাটিং অর্ডার। পর পর সাজঘরে ফেরেন রাহুল তেওয়াতিয়া (২), আরশাদ খান (১), শাহরুখ খান (৫৭), কাগিসো রাবাডা (২) ও সাই কিশোর (১)। ৯ উইকেট হারিয়ে ২০২ রানে থামে গুজরাতের ইনিংস। লখনউয়ের হহয়ে রু’রকে ২৭ রানে ৩ উইকেট নেন।

Exit mobile version