Site icon janatar kalam

‘হিন্দি ও আঞ্চলিক ভাষার মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে’: গৃহমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ হিন্দির আধুনিক সময়ের সঙ্গে খাপ খাইয়ে আরও নমনীয় করার পাশাপাশি এটি আঞ্চলিক ভাষার সঙ্গে সহাবস্থানমূলকভাবে সমন্বয় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। আজ মহাত্মা মন্দির, গান্ধীনগরে অনুষ্ঠিত হিন্দি দিবস ও ৫ম অল ইন্ডিয়া রাজভাষা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নাগরিকদের মাতৃভাষার প্রতি সম্মান দেখাতে এবং একই সঙ্গে হিন্দির প্রসারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে হিন্দিকে আরও সহজলভ্য করতে ‘সারথী প্ল্যাটফর্ম’ এবং ‘হিন্দি শব্দ সিন্দু কোষ’ সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও উল্লেখ করেন, হিন্দি শুধু কথ্য ভাষা হিসেবে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি বিজ্ঞান, প্রযুক্তি, বিচার ব্যবস্থা এবং পুলিশিং-এর ভাষা হিসেবেও প্রতিষ্ঠিত হতে হবে।

এই সময়ে মন্ত্রী অভিপ্রায় ব্যক্ত করেন যে, ২০২৯ সালের মধ্যে হিন্দি শব্দ সিন্দু কোষ বিশ্বে সর্ববৃহৎ এ্যানসাইক্লোপিডিয়া হিসেবে গড়ে উঠবে বলে তার দৃঢ় বিশ্বাস। তিনি গুজরাত রাজ্যকে স্থানীয় ভাষার উন্নয়ন ও হিন্দির সঙ্গে সংযোজনের জন্য অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মাতৃভাষার গুরুত্ব পুনরায় তুলে ধরে অভিভাবকদের ঘরে মাতৃভাষা ব্যবহারে উৎসাহিত করেন।

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সমাবেশে ভাষাকে শুধুমাত্র ভাব প্রকাশের মাধ্যম নয়, সাংস্কৃতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ হাতিয়ারে আখ্যায়িত করেন। তিনি বলেন, আঞ্চলিক ভাষার সংরক্ষণ ও প্রসারিত করাই উন্নত ভারতের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুব সমাজকেও স্থানীয় ভাষার সক্রিয় ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলনে দেশের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরের ৭,০০০-এরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো হিন্দি ও আঞ্চলিক ভাষার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং ভাষাগত ঐক্য ও সমন্বয় নিশ্চিত করা।

Exit mobile version