জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। এর প্রভাব পড়ছে পরিবেশের উপর। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। তাই ক্ষতিকর দিক গুলি কাটিয়ে উঠতে গেলে প্রয়োজন বেশি করে বৃক্ষরোপণ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে বৃক্ষরোপণ কর্মসূচী।
শুক্রবার হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর রামনগর তিন নম্বর রোড স্থিত হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্সে হয় এই কর্মসূচী। উপস্থিত ছিলেন প্রধান সচিব ধীমান দেববর্মা, সংগঠনের সভাপতি সন্দীপ দে,সম্পাদক উত্তম কুমার সাহা সহ অন্যরা। তারা এদিন বিভিন্ন চারা গাছ রোপণ করেন। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় তাদের মধ্যে।