janatar kalam Home রাজ্য স্বেচ্ছায় রক্তদান মানবতার শ্রেষ্ঠ কাজ, এক ইউনিট রক্ত ​​দিয়ে আমরা তিনজনের জীবন বাঁচাতে পারি : মুখ্যমন্ত্রী 
রাজ্য স্বাস্থ্য

স্বেচ্ছায় রক্তদান মানবতার শ্রেষ্ঠ কাজ, এক ইউনিট রক্ত ​​দিয়ে আমরা তিনজনের জীবন বাঁচাতে পারি : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫৬ তম ইঞ্জিনিয়ারিং দিবস উপলক্ষে বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে রক্তদানের প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরে বলেন হাসপাতালের ব্লাড ব্যাংক গুলোতে রক্তের দরকার। কেননা বিভিন্ন ধরনের রোগীদের রক্তের প্রয়োজন হয়। তাই প্রয়োজন অনুযায়ী রোগীদের রক্ত দানের জন্য ব্লাড ব্যাংক গুলোতে রক্তের দরকার হয়। এদিন তিনি বলেন মানুষ মানুষের জন্য। এর চেয়ে বড় সম্পর্ক আর কিছু হতে পারে না। এই রক্ত দান আমাদের অনেক কিছু শেখায়। এই রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা আনার উপর এদিন গুরুত্ব আরোপ করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বার বার বলেন দেশ আগে। তার পর অন্য কিছু। দেশাত্মবোধের ভাবনা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ কিছু হবে না। তিনি আরও বলেন ২রা অক্টোবর জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী সাড়া দেশের সবার প্রতি আহ্বান রেখেছেন একঘণ্টা শ্রম দান করতে। সেই দিকের প্রতি নজর রেখে শ্রম দান সবাই মিলে করা হয়েছে। এদিন অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদানে এগিয়ে আসেন বিভিন্ন বয়সের স্বেচ্ছা সেবীরা। তাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী , মেয়র সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্জকর্তারা।

 

 

Exit mobile version