জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধীরে ধীরে শুরু হয়ে গেছে দুর্গা পূজার প্রস্তুতি। মাঝে আর দেড় মাস। এর পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ইতি মধ্যে বনেদী ক্লাব গুলি পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সোমবার কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে খুঁটি পূজা হল আগরতলা শহর দক্ষিনাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের।
সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষ্যে এদিন খুঁটি পূজা হয়। বাংলা সংস্কৃতির উপর ভিত্তি করে এবারের পূজা হবে এই ক্লাবে। প্রতিমা তৈরী করবেন রাজ্যের প্রখ্যাত মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী। ক্লাবের পূজা কমিটির সম্পাদক বলরাম পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। ২০২৩ সালেও এই ক্লাব দর্শনার্থীদের মন কেড়েছে প্রতিমা, মণ্ডপ তৈরিতে।