জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথের বলি এক মহিলা। মৃতের নাম নমিতা শীল। বয়স আনুমানিক ৬৩ বছর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া শ্রীনগর রাস্তার নলুয়া বাজারে। জানা যায় নলুয়া বাজারে গাড়ি থেকে নামতে যাচ্ছিলেন মহিলা। অভিযোগ গাড়ি থেকে নামার আগেই হঠাৎ চালক গাড়ি চালানো শুরু করে দেন। তখনই নমিতা শীল রাস্তায় পড়ে গিয়ে গাড়ির পিছনে চাকায় পৃষ্ট হয়ে মাথা থেঁতলে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় নমিতা শীলের। তার স্বামীও একই গাড়িতে ছিলেন। স্বামীর সামনেই ঘটে ঘটনা। এই খবর মহিলার বাসস্থান বিলোনিয়া সাতমুড়া এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজনরা। এরপর নমিতা শিলে র মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাতমুরা এলাকায়।