জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলার সংলগ্ন সাধুটিলা রেল ব্রিজের নিচে রেল ট্র্যাক থেকে শনিবার সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম গীতা সূত্রধর, বয়স আনুমানিক ২৭ বছর। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাস্থলে পূর্ব আগরতলা থানার পুলিশ, ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম দ্রুত পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গীতার স্বামী ওএনজিসি-তে শ্রমিক হিসেবে কাজ করতেন। চলতি মাসের ৯ সেপ্টেম্বর একটি দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। আজ, শনিবার, তার স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গীতার এই রহস্যজনক মৃত্যু এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, “এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে মৃতার শ্বশুর এবং দেওরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।” তিনি আরও জানান, ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, গীতার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে তার এই অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু রহস্যের জট আরও গাঢ় করেছে। স্থানীয়রা দাবি করছেন, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে এই রহস্যের জট খোলার দাবি জানিয়েছেন।