জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও গার্হস্থ্য হিংসার শিকার এক গৃহবধূ। স্বামীর লাঠির আঘাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিত গৃহবধূ।নির্যাতিত গৃহবধূর নাম সিলিনা আক্তার, বয়স – ৩২, গুনধর স্বামীর নাম আব্দুল হক, বাড়ি সোনামুড়ার কালাপানিয়ার রাজবাড়ী এলাকায়।এদিন সংবাদ মাধ্যমকে সিলিনার পরিবারের সদস্যরা জানান, গৃহবধূটি তার স্বামীর ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তাদের চার সন্তান রয়েছে।পরিস্থিতি এতটাই চরমে উঠেছিল যে সিলিনাকে এক মাস তার পিতামাতার বাড়িতে এবং এক মাস তার স্বামীর সাথে থাকতে হয়েছিল।
দুই দিন আগে তার স্বামী তাকে বাড়ি থেকে চলে যেতে বললেও সিলিনার বাবা হাবিবুল রহমান তার জামাইকে তার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে না বলে তাকে বাড়িতে ফেলে যেতে বলেন। অসহায় সিলিনা তার ফুফুর বাড়িতে থাকত। বৃহস্পতিবার আব্দুল তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায় এবং গুরুতর আহত হয়।খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। সোনামুড়া হাসপাতাল থেকে সিলিনাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক।

