জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে ঘটে চলেছে পারিবারিক কলহ , গার্হস্থ্য হিংসার মত ঘটনা , নির্যাতিত হচ্ছেন নিরীহ ব্যাক্তিরা। তাছাড়া পনের দায়ে কত গৃহবধূ হিংসার শিকার হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। প্রশাসনের দ্বারস্থ হলেও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় অভিযোগকারীরা। সোমবার আবারো গার্হস্থ হিংসার মত ঘটনা সামনে এলো এবার অন্যরূপে , জানা যায় আগরতলার কালিটিলার বাসিন্দা, গৌরাঙ্গ সাহার মেয়ে সুস্মিতা সাহাকে দুইবছর আগে বিয়ে দেন কমলপুরের সুব্রত দের সাথে।কিন্তু বিয়ের পর থেকেই স্বামী প্রতিনিয়ত অত্যাচার করতো বলে অভিযোগ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ সুস্মিতা সাহা বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসে।কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি গুণধর স্বামী সুব্রত দে। তিনি ওনার স্ত্রী সুস্মিতা সাহার অশ্লিশ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেন। যা দেখে চক্ষু চড়ক গাছ গৃহবধূ সুস্মিতাসহ পরিবারের লোকজনদের , এই বিষয়কে কেন্দ্র করে গৃহবধূ সুস্মিতা সাহা আগরতলার পূর্ব মহিলা থানায় মামলা করেন স্বামীর বিরুদ্ধে।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৃহবধূর পিতা বিস্তারিত তুলে ধরে জানান প্রতিনিয়তই টাকার জন্য উনার মেয়েকে অত্যাচার করতো স্বামী ,এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ নানারকমের মানসিক নির্যাতন চালাতো , তাই মেয়ের সুষ্ঠ বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ্য হয়েছেন বলে জানান।