janatar kalam Home রাজনৈতিক স্বচ্ছ কাজ করে দৃষ্টান্ত তৈরি করতে চাই নিগমে : মেয়র 
রাজনৈতিক রাজ্য

স্বচ্ছ কাজ করে দৃষ্টান্ত তৈরি করতে চাই নিগমে : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের দু বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে । বিজেপি শাসিত আগরতলা পুর নিগম তার পথ চলা শুরু করেছিল 2021 সালের 4 ডিসেম্বর । দীপক মজুমদার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছিলেন নিগমের প্রথম মেয়র হিসেবে । এই উপলক্ষে পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে নিগমের প্রতিটি ওয়ার্ডে গরীব দুঃস্থদের মধ্যে ৫০ টি করে ব্যাক কভার বিতরণ করবে । এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন পুর নিগম ২ বছরে চেষ্টা করেছে আগরতলা শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে। বামফ্রন্টের আমলে ১৭ বছরে যে টাকা খরচ হয়েছে তার থেকে বেশি টাকা খরচ করে শহরের উন্নয়ন করা হয়েছে বিজেপি শাসিত পুর নিগমের দু বছরে। আরও অনেক কাজ করার বাকি আছে। শহরকে সাজিয়ে তুলতে আরও ৬৫ টি পুকুরকে সুন্দর্যায়নের কাজে হাত দিয়েছে পুর নিগম। সিপিআইএম এর আমলে শুধুই দলীয় কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হত কিন্তু বিজেপি সরকারের আমলে দল মত নির্বিশেষে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় ।এদিন মেয়র বলেন , গত দুই বছর আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছি , আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করে আপনাদের কাছে দৃষ্টান্ত তৈরি করব ।

 

 

 

Exit mobile version