জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বচ্ছ ভারত, সুস্থ ভারত, এই অভিযানকে সামনে রেখে এক র্যালির আয়োজন করা হয়, আমবাসা চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর এনএসএস এর উদ্যোগে । এদিনের এই রেলিটি আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলিতে উপস্থিত ছিলেন চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক স্বপন নমঃ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।