জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্ত্রী খুনে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করলো জিরানিয়া থানার পুলিশ। ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত চম্পকনগরের এক ইটভাটায়। জানা যায় বিএলবি ইটভাটায় বহিঃরাজ্যের বেশকিছু শ্রমিক কাজ করে। বহিঃরাজ্যের শ্রমিকদের মধ্যে শঙ্কর মুণ্ডা ও তার স্ত্রী সালু দেবীও ছিল। তারা ইটভাটায় শ্রমিকদের জন্য নির্মাণ করা ঘরে বসবাস করতো।
সোমবার গভীর রাতে কোন একটি বিষয়কে কেন্দ্র করে দম্পতির মধ্যে ঝামেলা হয়। পাশের ঘরে থাকা শ্রমিকরা এই বিষয়ে জানতে পারে। রাতে দম্পতির মধ্যে ঝামেলা শেষ হয়ে গেলে সকলে ঘুমিয়ে যায়। মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ শঙ্কর মুণ্ডা ঘর থেকে বেরিয়ে ঘরের দরজায় তালা দিয়ে রাখে। কিন্তু তার স্ত্রী ঘর থেকে বের হয়নি।
এতে সন্দেহ হয় অন্যান্য শ্রমিকদের। শ্রমিকরা সকলে মিলে শঙ্কর মুণ্ডাকে ঘরের তালা খুলতে বললে সে ঘরের তালা খুলতে অসম্মত হয়। তারপর সকল শ্রমিকরা মিলে শঙ্কর মুণ্ডাকে ঘরের তালা খুলতে বাধ্য করে। শঙ্কর মুণ্ডা ঘরের তালা খোলার পর শ্রমিকরা দেখতে পায় ঘরের অভ্যন্তরে শঙ্কর মুণ্ডার স্ত্রীর নিথর দেহ পড়ে রয়েছে।
তারপর খবর দেওয়া হয় জিরানিয়া থানার পুলিশকে। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের নেতৃত্বে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।
তারপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়।অভিযুক্ত স্বামী শঙ্কর মুণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিস। সালু দেবিকে হত্যার কাজে ব্যবহুত ইট ও ছুরি উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিস। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।