Site icon janatar kalam

স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াই গৌড়নগর এলাকায় ঘরের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার।  মৃত মহিলার নাম রমলা ঝাড়া(৪০)। ঘটনার বিবরনে জানা যায়,গৌরনগর এলাকার জনৈক্য পরিমল ঝরা (৩৭) প্রতিদিন পরিবারিক কলহের জেরে তার স্ত্রীর সাথে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো গতকাল সন্ধ্যা রাতে পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তা উপর বেধড়ক মারধর করে মদমত্ত অবস্থায়।

মারধরের ফলে রক্তাক্ত এবং জখম হয় স্ত্রী। স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় পরিমল ঝরা তার বাবা মঙ্গল ঝরা বাড়িতেই রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে। আজ ভোরবেলা পরিমল ঝরার বাবা মঙ্গল ঝরা খবর দেয় রমলার মৃত্যু হয়ছে বলে । তখন পরিমল ঝরা ও তার বড় ভাই গণেশ ঝরা মৃত দেহ পরিমলের বাড়িতে এনে রেখে দেয়। তখন প্রতিবেশী মৃত দেহ দেখে খোয়াই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত মহিলার স্বামী পরিমল ঝরাকে গ্রেপ্তার করে।

Exit mobile version