জনতার কলম আগরতলা প্রতিনিধি :- দুই বছর আগে মেলাঘর তেলকাজলা এলাকা থেকে আটক হওয়া বাংলাদেশি নাগরিক কামরুল মিয়া (৩৮) আজ আদালতে হাজিরার পথে আত্মহত্যার চেষ্টা চালান। পুলিশ সূত্রে জানা গেছে, সোনামুড়া মহকুমা জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির ভেতরেই তিনি হঠাৎ একটি টিনের টুকরো ভেঙে নিজের গলায় আঘাত করেন।
ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হলে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত কামরুল মিয়াকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের শয্যায় শুয়ে কামরুল মিয়া জানান, বাংলাদেশে ফেরত পাঠানো হবে—এই আশঙ্কাতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, ছোটবেলা থেকেই তিনি ভারতে বসবাস করছেন এবং তার স্ত্রী-সন্তানও এখানেই রয়েছে।ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।