জনতার কলম আগরতলা প্রতিনিধি :-
সোনামুড়ায় নেশা কারবার দমনে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে সোনামুড়া থানার কর্মীরা। ধৃতরা হলেন ভোলামুড়া এলাকার আব্বাস মিয়া ওরফে রাহুল (২৪), যিনি ভুট্টু নামেও পরিচিত, এবং শফিক মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই দু’জনের বিরুদ্ধে ড্রাগস পাচার ও নেশা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ গোপনে তদন্ত শুরু করে এবং পর্যায়ক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ হাতে আসে। সেই সূত্র ধরেই অবশেষে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে শিগগিরই আদালতে পেশ করা হবে। পাশাপাশি নেশা বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে আশ্বাস দিয়েছে সোনামুড়া থানার কর্তৃপক্ষ।

