Site icon janatar kalam

সৈকত তলাপাত্রের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিপরা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন অভিযুক্ত প্রতারক সাংবাদিক সৈকত তলাপাত্রের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। সেই মামলার শুনানি হয় বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট সেশান আদালতে। এ দিন সৈকত তলাপাত্র কে আদালতে তোলাহয় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে। সাক্ষী দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান জনজাতিদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পাশাপাশি চাইনিজ বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সামাজিক মাধ্যমে সংবাদ পরিবেশন করেছিলেন সৈকতলা পাত্র।

এর বিরুদ্ধে মামলা করেছিলেন প্রদ্যুৎ। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই বিস্তারিত বলতে চাননি প্রদ্যুৎ। উল্লেখ্য অভিযুক্ত সৈকত তলাপাএ বর্তমানে বিভিন্ন মামলায় জেল হাজতে রয়েছে।

তার বিরুদ্ধে মানুষের নামে কুৎসা, অপপ্রচার রটানো, মানুষের কাছ থেকে ব্ল‍্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়া কিংবা হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সৈকত দীর্ঘদিন বহিঃরাজ্যে গা ঢাকা দিয়েছিলো। যদিও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে। এদিন পশ্চিম জেলা আদালতে প্রদ্যুৎ আসতেই আইনজীবীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায়।

Exit mobile version