জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার সেবা ও সহায়তা পরিষদের নবম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর স্টুডেন্টস হেল্থ হোমে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরটির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান নবাদল বনিকসহ অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমকে মেয়র দীপক মজুমদার জানান সেবা ও সহায়তা পরিষদ তাদের সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে এমন অনেক নজির রয়েছে। তাছাড়া তাদের কর্মসূচির মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির। আমরা জানি আমাদের রাজ্যে যে চারটি ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংক গুলিতে রক্তস্বল্পতা দূরীকরণে এই রক্তদান শিবিরই গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের আপামর জনসাধারণের নিকট আবেদন রেখেছিলেন সবাই যেন এই রক্ত সল্পতা দূরীকরণে এগিয়ে আসে, রাজ্যের মুখ্যমন্ত্রী এই আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন যার ফলে রাজ্যের রক্তদান উৎসবে জোয়ার এসেছে যেটা আমাদের রাজ্যের জন্য ভালো লক্ষণ বলেও জানিয়েছেন তিনি। এদিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহু দুবনা ছিল লক্ষণীয়।