Site icon janatar kalam

সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে জিতেন্দ্র চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন আচরণবিধি যাতে সঠিকভাবে রূপায়ণ করা হয় এই দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছে সিপিআইএমের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দল দাবি জানিয়েছে সোনামুড়া মহকুমায় বিভিন্ন হোটেল গুলিতে ইতিমধ্যেই বহিরাগতদের ভিড় দেখা দিয়েছে। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে যাতে সমস্ত বহিরাগতদের এলাকা থেকে বের করে দেওয়া হয়। নির্বাচন কমিশনে দাবি জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী বলেন, গত উপনির্বাচনের অভিজ্ঞতা নিরিখে আমরা নির্বাচন কমিশনে দাবি জানিয়েছি। এ দিন সিপিআইএম রাজ্য সম্পাদক ৮-বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। বলেন রাজ্য পুলিশের মদতে সেই নির্বাচনে ভোট লুট হয়েছিল। তার পুনরাবৃত্তি যাতে ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে না ঘটে।

Exit mobile version