janatar kalam Home রাজ্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সমাজের প্রতি দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে : পর্যটনমন্ত্রী
রাজ্য শিক্ষা

সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সমাজের প্রতি দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে : পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুইদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয় শনিবার।যুব উৎসবের সুচনা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার রাজধানীর অদূরে গান্ধীগ্রাম অক্সিজেন পার্ক সংলগ্ন বৈদ্যনাথ মজুমদার অডিটোরিয়াম হলে আয়োজন করা হয় পশ্চিম জেলাভিত্তিক যুব উৎসবের।

পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা।

জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী যুবকদের প্রতি আহ্বান জানান নিজেকে একজন দায়িত্ববান মানুষের মতো প্রতিষ্ঠিত করার জন্য। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সমাজের প্রতি দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে। অন্যথায় সুশিক্ষার কোন মূল্য থাকবে না।

Exit mobile version