জনতার কলম ওয়েবডেস্ক:- সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়েছে, সব পথ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে পাঠানো হবে না। টীকাকরণ ও বন্ধ্যাত্ব সম্পন্ন কুকুরদের শেল্টার থেকে ছেড়ে দেওয়া যাবে এবং তারা আবার তাদের পূর্ববর্তী এলাকায় ফিরতে পারবে। তবে প্রকাশ্য রাস্তায় আর পথ কুকুরদের খাওয়ানো যাবে না।
বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, হিংস্র বা রোগাক্রান্ত কুকুরদের শেল্টারেই রাখা হবে এবং রাস্তায় ফেরানো যাবে না। অন্তত ৫ হাজার কুকুরের জন্য নতুন আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে।
আদালত জানিয়েছে, পুরসভা পথ কুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করবে এবং রাস্তার খাবারের জন্য হেল্পলাইন চালু করা হবে। দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেও এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আট সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।
–