জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিম আসনের প্রার্থীর হয়ে দলীয় কার্যকর্তাদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য আহ্বান রাখলেন বিপ্লব কুমার দেব। মঙ্গলবার আগরতলা বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের তরফে যোগদান সভা হয়। এদিন রাজধানীর নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে হয় যোগদান সভা।
এতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা মন্ডল সভাপতি তথা কাউন্সিলার হীরালাল দেবনাথ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলার সষ্পা সেন সরকার, বিজেপি প্রদেশ সহ-সভানেএী পাপিয়া দত্ত সহ অন্যরা।
এদিনের যোগদান সভায় বিরোধী কংগ্রেস সিপিএম ছেড়ে ১১১ পরিবারের ৪৫০ ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাদের স্বাগত জানান প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যরা। সভায় আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব কংগ্রেস- সিপিএম এর সমালোচনা করেন।
তিনি দলীয় কর্মী ও কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন সকাল- বিকেল ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য। মানুষ বসে আছেন নরেন্দ্র মোদী ও বিপ্লব কুমার দেবকে আশীর্বাদ করার জন্য। শুধু তাদের বাড়িতে যেতে হবে।
তিনি বলেন, মহিলাদের স্ব-শক্তি করণের জন্য রয়েছে স্ব- সহায়ক দল। পূর্বতন বাম সরকারের সময়ে যেখানে স্ব- সহায়ক দল ৬ হাজার ছিল, সেই জায়গায় বর্তমানে ৬০ হাজার স্ব- সহায়ক দল রয়েছে ত্রিপুরায়। এদিনের সভায় প্রচুর সংখ্যক নারী- পুরুষ অংশ নেন।