Site icon janatar kalam

সীমান্ত এলাকায় বাড়ছে গরু চুরি, সীমান্ত রক্ষীদের প্রহরা নিয়ে উঠছে নানান প্রশ্ন!

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহনপুর এলাকায় একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। এই নিয়ে সিধাই থানা এলাকাধীন ১৫-২০ টি চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। বাংলাদেশি চোরেরা গরু নিয়ে গেছে অনেক গুলি। যার প্রমাণ পাওয়া গেছে সোমবার। এদিন সীমান্ত এলাকা কাইলরি এলাকার অনিমেষ দেবনাথের বাড়ির সিদ কেটে ৩ টি গুরু নিয়ে যায় চোরের দল। পরবর্তীতে গ্রামবাসী খোঁজাখুঁজি করে ১ টি গাভী পেয়েছে। সীমান্ত রক্ষীদের প্রহরা নিয়ে উঠছে নানান প্রশ্ন! দিনদুপুরে এইভাবে সীমান্তের কাঁটা তার কেটে চোরেরা প্রবেশ করছে ভারতে। সেই দৃশ্য সোমবার উপলব্দি করেন কাইলরী গ্রামবাসী। ধাওয়া দেওয়ার আগেই টের পেয়ে চোরের দল পালিয়ে যায় বাংলাদেশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিধাই থানার পুলিশ কর্মকর্তারা। ছুটে আসেন বিএসএফ জওয়ানরা। গ্রামবাসীদের আরও অভিযোগ যে চুরির ঘটনার সাথে স্থানীয় কিছু লোক জড়িত রয়েছে । পুলিশ সঠিক তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে।

 

 

Exit mobile version