জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
দীর্ঘ কয়েক মাস ধরে উত্তর পূর্বাঞ্চলে অন্যতম একটি রাজ্য মনিপুর রয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতিতে হিংসার এই আগুনে সম্মানহানিও ঘটছে মনিপুরের মা বোনেদের, এরূপ পরিস্থিতিতে রাজ্য কেন্দ্র সরকারের ভূমিকা সন্তোষজনক নয় অভিমত বিরোধীদের। তাই মনিপুরবাসীদের পাশে থাকার লক্ষ্যে শুক্রবার মণিপুর সফরে বাম শিবির। জানা গিয়েছে হিংসায় বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতেই বাম শিবিরের মনিপুর যাত্রা। মণিপুরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাম শিবিরের ৪ সদস্যের প্রতিনিধি দল সীতারাম ইয়েচুরীর নেতৃত্বে দুদিনের জন্য মনিপুর সফর বলে জানা যায়।মণিপুর সফরের আগে সীতারাম ইয়েচুরি জানান, “আমরা মণিপুরের জনগণের সাথে সংহতি প্রকাশ করতে যাচ্ছি এবং তাদের বলব ইন্ডিয়া আপনাদের সাথে আছে। তাছাড়া এদিন তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীর বরখাস্ত দাবি করেন কেননা এই পরিস্থিতিতে তিনি মণিপুরের জন্যে কিছুই করতে পারেননি। পাশাপাশি মনিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার আমরা তা করব বলে জানান তিনি।