Site icon janatar kalam

সি ডিভিশন লিগ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় সরোজ সংঘের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি ডিভিশন লিগ প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় সরোজ সংঘের। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় রবিবার দিনের প্রথম ম্যাচে বি-গ্রুপের লড়াইয়ে কদমতলী যুবক সংস্থা মুখোমুখি হয় সরোজ সংঘের। ম্যাচে ৮-০ গোলের ব্যবধানে কদমতলী যুবক সংস্থাকে পরাজিত করে জয় তুলে নিলো সরোজ সংঘ।

ম্যাচে সরোজ সংঘের হয়ে প্রীতম সরকার ৫ টি গোল করে। খেলার ১৩,২৩,৪৯,৫০,৮২ মিনিটে গোল করে প্রীতম সরকার। এদিনের ম্যাচে প্রীতম সরকার ছাড়াও সরোজ সংঘের হয়ে জোড়া গোল করে খেলার ১৮ মিনিটে ও ৪৭ মিনিটে অর্বনহরি জমাতিয়া।

একটি গোল করে ২১ মিনিটে মনীষ দেববর্মা।দিনের দ্বিতীয় ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে ইউ বি এস টি ৭-০ গোলে ইয়ুথ ক্লাবকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো। ম্যাচে ইউ বি এস টির. হয়ে জোড়া গোল করে খেলার ৬ ও ৮৯ মিনিটে মুন্না হোসেন।

পাশাপাশি ইউ বি এস টির হয়ে ১ টি করে গোল করে খেলার ১২ মিনিটে মাহিন্দ্র কর জমাতিয়া, ২৭ মিনিটে মিলন ত্রিপুরা, ৫৩ মিনিটে এল.ডারলং, ৭০ মিনিটে কে জমাতিয়া ও ৭৮ মিনিটে মুজেশ এিপুরা।

Exit mobile version