Site icon janatar kalam

সিপিএম এর প্রতিটি পদক্ষেপ দেশ বিরোধী : সুব্রত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মানুষ প্রস্তুত লোকসভার দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে মোদীজীকে দুটি পদ্মফুল উপহার দেওয়ার জন্য। তাঁর প্রতিফলন বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে দেখা যাবে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র। সঙ্গে ছিলেন মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।

মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন কংগ্রেসের ন্যায় পত্রের সমালোচনা করে অভিযোগ করেন, আগামী দিনে দেশবাসীর সঙ্গে অন্যায় কি করে করা যায়, অত্যাচার, শোষণ কি করে বাড়বে তারই একটা প্রত্যক্ষ দলিল সকলের সামনে থাকবে। তিনি বলেন, সুনিশ্চিত কোন পদক্ষেপের কথা বলা হয়নি।

নরেন্দ্র মোদী যা করেছেন তাঁকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার মতো একটা প্রয়াস রয়েছে। যাতে করে ভারতের অগ্রগতি অনেকটা রুখে যায়। পাশাপাশি সিপিএম-র ইস্তেহার নিয়ে বিজেপি মুখপাত্র অভিযোগ করেন, সি এ এ উঠিয়ে দেওয়ার কথা বলেছে সিপিএম। তিনি অভিযোগ করেন সিপিএম এর প্রতিটি পদক্ষেপ দেশ বিরোধী।

 

Exit mobile version