জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ৫৩ তম সিনিয়র ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতা। যা হতে চলেছে রাঁচিতে। উক্ত প্রতিযোগিতায় অংশ নেবে রাজ্যের টিম। আর এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার এক সিলেকশন এর ডাক দেওয়া হয়। এদিন উমাকান্ত একাডেমী এর বাইরের মাঠে এই সিলেকশনের আয়োজন করা হয়।
রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রতিযোগীরা এই সিলেকশনে অংশগ্রহণ করে। দিনের ইলেকশন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানান ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা জবা পাল।
তিনি জানান ইলেকশনের মাধ্যমে ১৬ জনের ত্রিপুরা দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে রাঁচিতে। আগামী ১৯ তারিখ রাচির উদ্দেশ্যে রওনা দেবে দলটি। খেলা হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।