Site icon janatar kalam

সিংঘমের মতো ছবি সমাজের জন্য ক্ষতিকারক দাবি হাইকোর্টের বিচারকের

জনতার কলম ওয়েবডেস্ক :- সিংঘমের মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকারক, দাবি বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম পাটেলের। বিচারব্যবস্থায় সময় লাগা নিয়ে সাধারণ মানুষের ধৈর্য হারানো নিয়ে সম্প্রতি মুখ খুললেন বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম পাটেল। কথা প্রসঙ্গে, অজয় দেবগনের সিংঘম সিনেমার কথাও টেনে আনলেন তিনি।

ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের বার্ষিক দিবস এবং পুলিশ সংস্কার দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুক্রবার ভাষণ দিতে উঠেছিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম পাটেল। যেখানে সিংঘম-এর মতো হিট বলিউড সিনেমার সমালোচনা করতে দেখা যায় তাঁকে। বলতে শোনা যায়, সিংঘম-এর মতো ব্লকবাস্টার সিনেমা যেখানে দেখানো হয় পুলিশ আইনের যথাযথ প্রক্রিয়ার কথা না ভেবে দ্রুত বিচার প্রদান করছে নির্যাতিতকে। তবে এই সিনেমাটিক ধারা খুব খারাপ বার্তা দেয় সমাজকে।

Exit mobile version