janatar kalam Home রাজ্য সার্টিফিকেট আনানোর ব্যবস্থার দাবী মাইনোরিটি দপ্তরের নিকট 
রাজ্য

সার্টিফিকেট আনানোর ব্যবস্থার দাবী মাইনোরিটি দপ্তরের নিকট 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহির রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া বিল না মেটানোর কারণে ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং পাশ সার্টিফিকেট আটকে রেখেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীরা এই কারণে টেট পরীক্ষায় বসতে পারছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা তাদের সার্টিফিকেট বহির রাজ্যের প্রতিষ্ঠান থেকে ছাড়িয়ে আনার জন্য রাজ্য সরকারের দ্বারে দ্বারে ঘুরছেন।

ত্রিপুরা সরকারের মাইনরিটি দপ্তরে তরফে ২০১৯ -২৩ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের খড়গপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে DLED পড়ানোর জন্য বেশ কিছু ছাত্র-ছাত্রীদেরকে পাঠানো হয়েছিল। করুণা মহামারীর জন্য মাঝে কিছুদিন তাদের পড়াশোনা ব্যাঘাত হয় পরবর্তী সময়ে তারা তাদের পাঠ্যক্রম কমপ্লিট করব শেষ করলেও ওই শিক্ষা প্রতিষ্ঠান তাদের পাশ সার্টিফিকেট এবং মার্কশিট প্রদান করে করেনি বলে অভিযোগ পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা মার্কশিটের জন্য এবং সার্টিফিকেটের জন্য যোগাযোগ করলে কলেজ থেকে জানানো হয় ত্রিপুরা সরকার ত্রিপুরা তাদের পড়াশোনা সম্পূর্ণ টাকা ত্রিপুরা সরকারের তরফে মিটিয়ে দেওয়া হয়নি। যতদিন পর্যন্ত বকেয়া টাকা না মেটানো হবে ততদিন তাদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে না। ছাত্র-ছাত্রীদের আরো অভিযোগ তাদের পরে যে সকল ছাত্র-ছাত্রীদের ওই কলেজে পাঠানো হয়েছিল সার্টিফিকেট পেয়ে গিয়েছে এবং অনেকেই টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষকতার চাকরি করছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে তারা একাধিকবার আবেদন জানিয়েছিল ওই বেসরকারি কলেজের যাবতীয় টাকা মিটিয়ে দিয়ে তাদের সার্টিফিকেট আনানোর ব্যবস্থা করানোর জন্য, দীর্ঘদিন হয়ে যাওয়ার পর সরকার কোন পদক্ষেপ গ্রহণ করে নি বলে তাদের অভিযোগ। এই পরিস্থিতিতে তারা মঙ্গলবার আবার মাইনোরিটি দপ্তরের সঙ্গে দেখা করতে আসে এবং দাবি জানাই তাদের সার্টিফিকেট গুলো আনানোর ব্যবস্থা করানোর জন্য কিন্তু এদিন তারা অধিকর্তার সঙ্গে দেখা করতে চাইলে তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি পরবর্তী সময় তারা সহকারি অধিকর্তার সঙ্গে দেখা করে দ্রুত সমাধান করার দাবি জানান।

 

 

 

Exit mobile version