janatar kalam Home ধর্ম সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হলো গোবর্ধন পূজা এবং অন্নকূট উৎসব 
ধর্ম রাজ্য

সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হলো গোবর্ধন পূজা এবং অন্নকূট উৎসব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন মন্দির সহ একাধিক বাড়িতে গোবর্ধন পূজা এবং অন্নকূট উৎসব পালন করা হয়েছে শনিবার। আগরতলা শহরের ইসকন মন্দির এবং জগন্নাথ জিউ মন্দিরেও অন্নকূট উৎসব পালিত হয়েছে। উৎসবের সঙ্গে খাবারের সবসময় একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে।

তবুও বিবিধ অন্নব্যঞ্জনই বকলমে দেবতা হয়ে উঠেছেন। এমন উৎসব তেরো পার্বণের দেশেও খুব বেশি নেই। ব্যতিক্রম অন্নকূট। মূলত বৈষ্ণব মন্দিরের উৎসব হলেও বহু বাড়িতেও অন্নকূট হয়। দেবতার ভোগে অন্নব্যঞ্জন পাহাড়ের মতো চুড়া করে সাজিয়ে নিবেদন করা হয় এদিন। মঠ-মন্দিরের প্রধানেরা জানিয়েছেন, অন্নকূটের প্রতিটি পদের ভিন্ন ভিন্ন নাম এবং ইতিহাস রয়েছে।

তাদের রান্নার পদ্ধতিতেও আছে রকম ফের। কথিত আছে, এক বার কৃষ্ণ ব্রজদের ইন্দ্রপুজো বন্ধ করে গিরিরাজ গোবর্বধনের পুজো করতে বলেন। কেননা গোবর্বধন পাহাড়ই ব্রজবাসীদের জীবন-জীবিকার প্রধান আশ্রয়। তাই তাঁরই পুজো করা উচিত। পুজো বন্ধ হওয়ার সংবাদে কূপিত ইন্দ্র ঝড়বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে ধ্বংস করতে চাইলে শ্রীকৃষ্ণ গোবর্বধন পাহাড়কে এক আঙুলে করে তুলে ধরে ব্রজবাসীদের রক্ষা করেন।

ইন্দ্রের ভয়ঙ্কর বজ্রের আঘাত নিজ অঙ্গে ধারণ করেন গোবর্বধন। ব্রজবাসীরা তার পর থেকে সেই তিথিতে গিরিরাজ গোবর্বধনকে উদ্দেশ্য করে যে উৎসবের আয়োজন করেন, তাই অন্নকূট নামে পরিচিত। শনিবারবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে।প্রতিবছর বেশ সাড়া পড়ে।

 

 

Exit mobile version