জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত কিছু সময় আগে সকল সাফাই কর্মীদের সরকারি ভাবে প্রকাশিত তালিকার আওতায় আনা হয় নি। এই বিষয়টি নজরে আসায় অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘ, ত্রিপুরা প্রদেশ এর তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি ইউ এল বিতে আন্দোলন করা হয়। এই বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নজরেও আনা হয়। গত কয়েকদিন আগে এ নিয়ে তারা ধর্না ও দেয়। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি উল্লেখ করে সংগঠনের রাষ্ট্রীয় সচীব তনুজ সাহা জানান তাদের দাবি ছিল সাফাই কিংবা স্বচ্ছতা রাখার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে সরকারের তালিকা ভুক্ত করতে হবে এবং সব ধরনের সুযোগ দিতে হবে। তাদের এই দাবি শেষে মেনে নিয়ে গত ১ লা সেপ্টেম্বর নতুন করে বিজ্ঞপ্তি জারি করে। সরকারের পক্ষ থকে তাদের সাথে আলোচনায় বসবে বলেও জানানো হয়। তাদের দাবি সাফাই কিংবা স্বচ্ছতা বজায় রাখার কাজের সঙ্গে যুক্ত সকলকে তালিকা ভুক্ত করে সকল সুযোগ সুবিধা দেবার জন্য। এদিন তিনি আরও জানান ২০২২ সালের ডিসেম্বর মাসে সাফাই কর্মীদের তিন শত টাকা থেকে বৃদ্ধি করে ৩০৬ টাকা করা হয়েছিল, তা এখনো সকল অংশের সাফাই কর্মীরা পাচ্ছে না। সবাইকে যাতে ৩০৬ টাকা করে প্রদান করা হয় সে দিকটি সরকারকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। এদিন তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই তাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং রাজ্য সরকার যাতে সকল সাফাই কর্মীদের উন্নতি কল্পে সামনের দিনগুলিতেও এগিয়ে আসেন এই আশা প্রকাশ করা হয়।