Site icon janatar kalam

সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্মদিনকে সামনে রেখে একতার জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় একতার জন্য দৌড় প্রতিযোগিতা। এ ডি নগর পুলিশ মাঠ থেকে শুরু হয় দৌড় প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরন কুমার কে। সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্মদিনকে সামনে রেখে এই একতার জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ডি নগর পুলিশ মাঠ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে থেকে ঘুরে পুনঃরায় এডি নগর পুলিশ মাঠে গিয়ে শেষ হয়। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে সামনে রেখে একতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন একতা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

 

Exit mobile version