জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি নিয়ম মেনেই রাজধানীতে এবছর বড় পরিসরে রথযাত্রার আয়োজন করতে যাচ্ছে ইসকন মন্দির আগরতলা। পূর্বাশার মাঠে সাতদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে প্রথম বারের মতো। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে প্রতিযোগিতা, বিভিন্ন স্টল থাকবে। লোকজনের মধ্যে বিনামূল্যে বিলি করা হবে মহা প্রসাদ। প্রতিদিনই অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট অতিথিরা।
সাত জুলাই রথ যাত্রা দিন অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা ইসকনের কর্মকর্তারা। তারা জানান পূর্বাশার মাঠ থেকে জগন্নাথ,বলরাম ও শুভদ্রাকে নিয়ে রথ বের হবে। মঠ চৌমুহনী, পুরনো মোটর স্ট্যান্ড, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, সহ শহরের বিভিন্ন পথ ঘুরে পূর্বাশার মাঠে শেষ হবে।
ফিরতি রথের দিন উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব । তারা জানান ফিরতি রথের দিনও শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পূর্বাশা হয়ে ইসকন মন্দিরের সামনে শেষ হবে। এবছরও রথের দড়িতে টান দিতে ব্যাপক সংখ্যায় মানুষ অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদী।