Site icon janatar kalam

সমৃদ্ধি ও শান্তির কামনায় ঘরে ঘরে লক্ষ্মী মায়ের আরাধনা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- সারা রাজ্যজুড়ে আজ অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে লক্ষ্মী পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন হিসেবে বিবেচিত। লক্ষ্মী দেবীর আরাধনার মাধ্যমে পরিবারে সমৃদ্ধি, শান্তি ও সৌভাগ্য কামনা করা হয়।

সন্ধ্যা নামতেই বিভিন্ন বাড়ি, মন্দির ও পাড়ায় জ্বলে উঠেছে প্রদীপের আলো ও রঙিন আলোকসজ্জা। ধূপ, ফুল, ফল ও নানা ধরনের মিষ্টি দিয়ে পূজার আয়োজন করা হয়েছে। দেবীর পাদপদ্মে ধন-সম্পদের প্রতীক ধান ও শস্য অর্পণ করে ভক্তরা প্রার্থনা জানান।

রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় এদিন পূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোকসজ্জা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাড়ায় পাড়ায় বাজছে ভক্তিমূলক সংগীত, চারিদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “লক্ষ্মী পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলনমেলারও এক দারুণ সুযোগ। প্রতিবছর আমরা সবাই মিলে আনন্দে এই দিনটি পালন করি।”

Exit mobile version