Site icon janatar kalam

সমাপ্ত হল দশদিন ব্যাপী এন সি সির বার্ষিক শিবিরের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাপ্ত হল দশদিন ব্যাপী এন সি সির বার্ষিক শিবিরের। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপ্তি হয় ১৩ ব্যাটেলিয়ান এনসিসি ত্রিপুরার এই শিবির হয় আগরতলা ভগত সিং যুব আবাসে। রবিবার দশদিনব্যাপী বার্ষিক ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান হয় এদিন। শিবিরে ১০ দিনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়।

সারা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ থেকে ৪০০ এন সি সি ক্যাডেট অংশ নেয়। সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন এনসিসি ১৩ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কর্নেল সি রাজশেখর সহ অন্যান্য আধিকারিকরা। কমান্ডেন্ট জানান যারা এন সি সিতে যারা যোগ দেয় তারা বছরে একবার দশদিনের এমন শিবিরে যোগ দিতে হয়।

শিবিরে মিলিটারি প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এন সি সি ক্যাডেটদের ভালো নাগরিক, ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করা হয়। এছাড়াও শিবিরে ক্যাডেটদের কি কি বিষয়ে অনুপ্রাণিত করা হয় তা তুলে ধরেন তিনি।

Exit mobile version