জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ খোয়াই টাউনহলে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনাকালে রাজ্যপাল বলেন, সমাজে পুরুষদের ন্যায় মহিলারাও সমান অধিকার, ক্ষমতা ও সুযোগের অধিকারী। ভারতীয় প্রাচীন ইতিহাসকে বিশ্লেষণ করলে দেখা যায় সেসময় সমাজে নারীরা প্রকৃত ক্ষমতার অধিকারী ছিলেন।
আমাদের শাস্ত্র ও ধর্মগ্রন্থে নারীদের শক্তিরূপে আরাধনা করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশের মূল কারিগর ছিলেন নারীরা। বর্তমানে ভারতীয় সংবিধানেও নারীদের ক্ষমতায়ণ, স্বশক্তিকরণ ও উন্নয়নে বিভিন্ন নীতি নির্দেশিকা রয়েছে। বর্তমান প্রজন্মকে এই সম্পর্কে সচেতন করতে হবে। এছাড়াও রাজ্যপাল কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক গৃহীত নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, বাল্যবিবাহ রোধে, পণপ্রথা রোধে, নেশামুক্ত ত্রিপুরা গঠনের কাজে নারীদেরও আরও বেশি করে এগিয়ে আসতে হবে। সব ক্ষেত্রেই জীবনের লক্ষ্য স্থির করে নারীদের আরও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ। অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও দেখানো হয়। খোয়াই জেলায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন কয়েকজন মহিলাকে পুরস্কৃত করা হয়।