জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ দফা দাবি আদায়ের লক্ষে ডি ডব্লিউ এস দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধি শাখার। মঙ্গলবার শহরে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। এদিন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধি শাখার সদস্য সদস্যারা এদিন প্রথমে রেলি বের করে।
রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে গনডেপুটেশান দেয়। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা জানান কিছু সংখ্যক আমলা রয়েছে সরকার পরিবর্তনের পরও তারা লাল ফিতার বাধনে আবদ্ধ হয়ে রয়েছে।
এই সকল আমলারা পাম্প অপারেটারের সাথে দপ্তরের উচু স্তরের আধিকারিকদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রেখেছেন। এসব সমস্যা সমাধানের জন্য এদিন ৬ দফা দাবিতে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।