Site icon janatar kalam

সময়মতো স্টাইপেন্ড না দিলে দপ্তরে তালা ঝুলানোর হুমকি টিএসএফ-এর

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- গত কয়েক বছর ধরে রাজ্যের ছাত্রছাত্রীরা বহিরাজ্যে বি.এড এবং ডি.এল.এড কোর্সে অধ্যয়ন করলেও তাদের স্টাইপেন্ড প্রদানে সমস্যা দেখা দিয়েছে। এবছরও এখন পর্যন্ত তারা সময়মতো স্টাইপেন্ড পাননি। এ সমস্যা থাকায় কলেজের ফি জমা দিতে অসুবিধা হচ্ছে, যা পরীক্ষায় বসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

এই পরিস্থিতিতে টিএসএফ-এর আগরতলা টাউন কমিটি বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে একটি ডেপুটেশন দেয়। টাউন কমিটি সভাপতি মনীশ দেববর্মা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ডেপুটেশনে দপ্তরের অধিকর্তা শুভাশীষ দাসের সঙ্গে বিষয়টি নিয়ে “সুন্দর আলোচনা” হয়েছে বলে জানান প্রতিনিধি দল।

তবে তারা সতর্ক করেন, সময়মতো স্টাইপেন্ড না দিলে প্রয়োজনে দপ্তরে তালা ঝুলানোর মতো পদক্ষেপ নেওয়া হবে। টিএসএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড যেন নির্ধারিত সময়ে নিশ্চিতভাবে প্রদান করা হয়।

Exit mobile version