জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে শুরু হল দুই ব্যাপী রাজ্যভিত্তিক খো খো আসর। রাজধানীর রাম ঠাকুর পাঠশালা বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে প্রতিযোগিতার সূচনা হয়। উদীয়মান সংঘের উদ্যোগে হচ্ছে ৩৪ তম সিনিয়র মহিলা ও পুরুষ বিভাগে এবং ২৯ তম সাব-জুনিয়র বালক ও বালিকা বিভাগে রাজ্য ভিত্তিক আসর।
দিবা=রাত্রি হবে প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা= মহকুমা থেকে খেলোয়াড়রা অংশ নেন। এর উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য,ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, সংস্থার সভাপতি সহ অন্যরা।প্রতিযোগিতায় সিনিয়র বালক-বালিকা বিভাগে ১৬ টি দল ও সাব-জুনিয়র বালক-বালিকা বিভাগে ১০ টি দল অংশগ্রহণ করেছে। আসরের উদ্বোধন করে আলোচনা করতে গিয়ে মন্ত্রী তুলে ধরেন ক্রীড়া ক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, রাজ্যের বেশ কিছু মাঠকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সমগ্র রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। কিছুদিন পূর্বে জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা হয়েছে রাজ্যে। মন্ত্রী বলেন,রাজ্যের খেলা ধুলায় অনেক গুলি পরিবর্তন এসেছে। পরিবর্তন বলতে শুধুমাত্র মাঠের পরিবর্তন নয়। এদিকে প্রথমদিনই আসরকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।