জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নদীর জল থেকে সদ্যোজাত’র মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। নদীর জলে ভাসমান অবস্থায় ছিল শিশুটির দেহ। ঘটনা তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দশমীঘাটস্থিত খোয়াই নদীর জলে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।সংবাদে প্রকাশ , খোয়াই নদীর জলে সদ্যোজাতের দেহ পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। কে বা কাহারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।